গাইবান্ধা সংবাদদাতা: রংপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পলাশবাড়ী থানাধীন মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাইবান্ধা।
গত ৬ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত যুবকের নাম মো. শাহিন আলম (২০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাবাইতারি গ্রামের মো. আক্কাস আলীর ছেলে এবং মোছা. শেফালী বেগমের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আর.বি. ট্রাভেলস নামক যাত্রীবাহী বাসটি পলাশবাড়ীর মহেশপুর এলাকায় ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অফিসের সামনে থামিয়ে তল্লাশি চালায় ডিএনসি সদস্যরা। এসময় বাসের লকারে রাখা বেক্সিমকো কোম্পানির প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তায় ভরা গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় এসআই মো. জুয়েল ইসলাম, ডিএনসি, গাইবান্ধা বাদী হয়ে আটক শাহিন আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।