চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, যে কোন দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের পাশে থাকবে। জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানুষের সেবার মাধ্যমে দেশের সেবা করতে চাই। সম্প্রতি প্লাবিত এলাকা পরিদর্শন গিয়ে তিনি এ কথা বলেন। গত তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এসব পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি বলেন, যে কোন দুর্যোগে আমরা সবার পাশে থাকার চেষ্টা করি। মানুষের সেবা করা আমাদের লক্ষ্য। আমরা সবসময় এই জনপদের সেবা করতে চাই। আগামীতেও যে কোন দুর্যোগে আমরা আপনাদের কাছে ছুটে আসব। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মনির আবছার চৌধুরী, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি জামায়াত নেতা ইলিয়াস মেম্বার, চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মুছা, আনোয়ারা উপজেলা পেশাজীবি নেতা আব্দুস সবুর, স্থানীয় জামায়াত নেতা মনির আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল করিম, নুর আলী, মোহাম্মদ হাসানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।