ঝিনাইদহ সংবাদদাতা : ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ আমানুল্যাহ’র অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ক্লাস বর্জন করে তারা কলেজ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেসময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অধ্যক্ষ আমানুল্যাহর একটি ছবি টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আমানুল্যাহ তাঁর লেখা ‘দ্রোহবিলাসী পাখির গান’ নামের বইয়ে হিজাব, ইসলাম ধর্ম ও রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী নিয়ে ‘কুরুচিপূর্ণ ও অবমাননাকর’ মন্তব্য করেছেন। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অনিয়ম, শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড, সমকামীতা সহ শিক্ষার্থী এবং নারী শিক্ষকদের যৌন হেনস্তার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এসব অভিযোগে তারা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের অপসারণের দাবি তোলেন।

জানা যায়, গত ৭ মাস পূর্বে যশোর এমএম কলেজের বাংলা বিভাগ থেকে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন প্রফেসর ড. মোঃ আমানুল্ল্যাহ। এর পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।

এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, আলী হাসান, সাইফুল ইসলাম শিলু, আসিফ আমিন ইমন, হাবিবুর রহমান আশিক, কাজি জুবায়ের আহমেদ, ফয়েজ আহমেদ, দেলোয়ার হোসেন দিলু প্রমূখ।

এদিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে অধ্যক্ষ দ্রত কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। পরে শিক্ষক পরিষদ শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষণা করে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এমন আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে।