ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা : সারা বাংলাদেশের ন্যায় আগামী ২৬ শে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা মোঃ ফজলুল হক শামীম।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ - দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কর্মসূচি পাঠ করে শুনান। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে জনগণ যদি জামায়াত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এদেশ থেকে বেকারত্ব সমস্যার সমাধান করবে, প্রয়োজনে বেকার ভাতা চালু করবে। মানুষের আমানত রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে। সবশেষে ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব ডাঃ আঃ রাজ্জাক, কর্ম পরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদ, পৌর আমির মাওলানা মোঃ আঃ খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।