সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদীয় দলের নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি বড় মজলুম, বড় নির্যাতিত। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমাকে ১৮ বছরের মধ্যে ৯ বছর কারাগারে আটকে রেখেছিল।”তিনি জানান, কারাবন্দি অবস্থায় তাঁর মায়ের মৃত্যু হলেও শেষ দেখা দেখা তো দূরের কথা, দাফনে অংশ নিতেও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, তাঁর ভাগিনা মাইনুদ্দিন হাসান মুন্নাকে গভীর রাতে তিনতলা ভবনের ছাদে তুলে নিয়ে পুলিশ সদস্যরা পিটিয়ে নিচে ফেলে হত্যা করে। সাতকানিয়া–লোহাগাড়ায় শত শত মামলা দিয়ে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়। হাজারো নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়। *“জামিন পেলেও মুক্তি দেওয়া হয়নি। বের হওয়ার আগেই নতুন মামলায় আবার গ্রেপ্তার করেছে,”অভিযোগ করেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া–লোহাগাড়ার বহু নেতাকর্মীকে পুলিশ ঠান্ডা মাথায় গুলী করে পঙ্গু করেছে, ঘরে ঘরে তল্লাশির নামে লুটপাট করেছে। “২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছি,”মন্তব্য করেন তিনি।