সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচারে সহায়তাকারী হিসেবে চিহ্নিত আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে তিন মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি দুদকের আবেদনের ভিত্তিতে চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে তারা দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।