সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাটি নির্বাচনী এলাকা হিসেবে খুব গুরুত্বপূর্ণ । বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে অপ্রতিরুদ্ধ আন্দোলন গড়ে তুলে ছিল সীতাকুণ্ডের জনগন। জামায়াত বিএনপি দুই দলই এই আসনটিতে জয়লাভ করতে তাদের নির্বাচনী কৌশল চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গত ২ মাস ধরে গ্রামে গঞ্জে গনসংযোগ করে দাঁড়ি পাল্লার বিজয় ধ্বনী তুললেও বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে রয়েছে চরম দ্বন্দ্ব। বিএনপি দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন মনোনয়ন নিয়ে চলছে বাদ প্রতিবাদ।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড আকবরশাহ-পাহাড়তলী) আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি প্রার্থী হচ্ছেন আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক। ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই নেতা সীতাকুণ্ড ফৌজদারহাট ছিদ্দিকী পরিবারে জন্ম গ্রহণ করে। আরবী শিক্ষার পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায়ও শিক্ষিত। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

আনোয়ার ছিদ্দীক চৌধুরী তার দলীয় নেতা কর্মীদের নিয়ে সীতাকুণ্ডে গ্রামে গঞ্জে প্রতিদিন মুখরিত করছেন দাঁড়ি পাল্লার শ্লোগানে। শিশু থেকে বৃদ্ধরাও এতে অংশ নিচ্ছে গনসংযোগে। শিশুরা বলছে আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম বৃদ্ধরা শ্লোগান তুলছে সব দল দেখা শেষ এবার হবে কুরআনের দেশ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান জানান আমরা প্রতিদিন প্রার্থীকে নিয়ে সকাল সন্ধ্যা প্রচারনা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সৈয়দপুর, মহানগর, ছোট দারোগার হাট, লালানগর, বহরপুর, মিরের হাট, শিবপুর, গোলাবাড়িয়া, সোবাহানবাগ, ইদিলপুর, মুরাদপুর, ফকিরহাট, শুকলালহাট,বাড়বকু-, মান্দারীটোলা, বাঁশবাড়িয়া, কৌট্টাবাজার, মগপুকুর, সোলাতানা মন্দির, ছোটকুমিরা, মছজিদ্দা, দেলী পাড়া কাজি পাড়া,ঘাটঘর জোড়ামতল বাংলাবাজার, বারআউলিয়া, গামারীতল, কদম রসুল, শীতল পুর, সোনাইছড়ি, চেয়ারম্যান ঘাটা, মাদামবিবির হাট, ভাটিয়ারী, কলেজ পাড়া, বিএমগেইট, জলিল গেইট ফৌজদারহাট সলিমপুর বাংলাবাজার, ফকিরহাট গ্লাস্কো, কর্নেল হাট, সিটি গেইট এবং পাহাড়তলী ও জঙ্গল সলিমপুর এলাকায় গনসংযোগ শেষ হয়েছে। প্রত্যেক এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া মিলছে। বিশেষ করে ছাত্রসমাজ ও নতুন ভোটাররা আমাদের প্রার্থীকে গ্রহণ করছে। তারা অকপটে বলছে এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই। বৃদ্ধরা ও জোট বাঁধছে দাঁড়ি পাল্লায় ভোট দিতে। তারা বলছে অনেক মার্কায় দিলাম ভোট এবার দিব কুরআনের পক্ষের ভোট।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের জানান জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক দেশ বিনির্মাণ করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান । এখন ধান কাটার মৌসুম মাঠে মাঠে গিয়ে কৃষকের সাথে হাত মিলাচ্ছেন , কথা বলছেন। এতে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে । শোনা যাচ্ছে সবার মুখে পরিবর্তনের সুর । পাশাপাশি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, সফরে যাচ্ছেন সবার সাথে মতবিনিময় করছেন, বিভিন্ন মসজিদে নামাজ শেষে আলোচনা করছেন। তাঁকে সকল শ্রেণী পেশার মানুষ উৎসাহের সাথে গ্রহণ করছেন। গতকাল ছোটদারোগার হাট গনসংযোগ কালে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক বলেন সকলের সহযোগীতায় নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কুরআনের পক্ষেই আগামী সংসদ নির্বাচনে রায় দিতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান কৃষক শ্রমিক ছাত্র জনতাকে ।

এই আসনে অন্য দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি ই প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতোমধ্যে বিএনপির প্রার্থী ঘোষনা করেছে আওয়ামী আমলে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী সালাউদ্দিন কে। তার নাম ঘোষনার পর পরই খালেদা জিয়ার উপদেষ্টা আসলাম চৌধুরীর সমর্থকরা প্রত্যেক ইউনিয়েনে বিক্ষোভ মিছিল করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সীতাকুণ্ডের বিএনপি নেতা জহুরুল আলম জহুর জানায় কারা নির্যাতিত নেতা আসলাম চৌধুরী হল সীতাকুণ্ড বিএনপির একমাত্র অভিভাবক। সীতাকুণ্ড থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পাবে আসলাম চৌধুরী। আসলাম চৌধুরীর নাম ঘোষনা না আসা পর্যন্ত আমরা সভা সেমিনার বিক্ষোভ প্রতিবাদ মানব বন্ধন চালিয়ে যাচ্ছি। ধানের শীষ আসলাম চৌধুরীর হাতেই থাকবে।