নরসিংদী সংবাদদাতা : অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে, পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক উত্তরাঞ্চল এড. শিরিন আক্তার শেলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ককারী নাসিরুদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ হিল লিমন, আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিদ আলম।

সারা দেশে জুলাই পদযাত্রায় হামলা ও বাধা সৃষ্টি করে এনসিপিকে থামানে যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণের সমর্থনে এনসিপি জয় লাভ করবে।

এর আগে পথসভায় মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আগামী ৩ আগষ্ট ঢাকায় এনসিপির সমাবেশ ঘিরে যারা নেতাকর্মীদের উপর হাত তুলবে, তাদের জবাব দেওয়া হবে।

নাসিরুদ্দিন আরো বলেন, এখন ব্যবসায়ীরা চাঁদাবাজদের ভয়ে আতঙ্কে থাকে। এনসিপি ব্যবসায়ীদের কাছে চাঁদা চায় না। দেশের ব্যবসায়ীদের সহযোগীতা করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। এসময় তিনি নতুন বাংলাদেশ গড়তে চব্বিশের ছাত্রজনতার আন্দোলনে অংশ নেয়া বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলগুলোর ক্ষোভ ভুলে আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে নরসিংদী ক্লাবে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে দেখা করেন । এসময় তিনি প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বিকেলে ঢাকা-সিলেট সড়কের জেলখানা মোড় (শহীদ তাহমিদ চত্ত্বর) থেকে হাজার হাজার ছাত্র জনতা নিয়ে পদযাত্রা করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে গিয়ে মিলিত হয়।