রংপুরের পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সমম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক মন্ত্রী টিপু মুন্সীর ঘনিষ্ঠ সহচর বলে জানিয়েছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গতকাল মঙ্গলবার বিকেলে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলেরে সময় আন্দোলনে বাধা ও হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সাধারণ সমম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ইতিপূর্বে অপারেশ ক্লিনহার্টের অভিযানে গ্রেফতার হয়েছিলেন।

এদিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ অপর এক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সঞ্জয় কুমার বর্মণ এবং আব্দুল কাদের নামে ২ জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে বরে সাংবাদিকদের জানিয়েছে।