বগুড়া অফিস: রাতের অন্ধকার, ঘন কুয়াশায় প্রচন্ড শীতের মধ্যে ৫০ জন বরযাত্রী নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকে যায় বিয়ের বরযাত্রী বহনকারী একটি নৌকা। ঘন কুয়াশার কারনে পথ হারায় নৌকার মাঝি। এরপর অনেক চেষ্টায় কিনারায় পৌঁছাতে সক্ষম হন তারা। মধ্যরাতে পথ হারানো বর যাত্রীদের উদ্ধার করে সারিয়াকান্দি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের মানবিক সহায়তা প্রদান করা হয়। এ ঘটনা ঘটে বগুড়া যমুনা নদীর সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে।
জানা গেছে, গত বুধবার সকালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাছবাড়ি গ্রামের শাকিল আহম্মেদ (২৩) বিয়ে করতে সাথে ৫০ জন বরযাত্রী নিয়ে বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে যান। সেখানে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে তারা রাতে সারিয়াকান্দি কালিতলা নৌঘাটে উপস্থিত হন। এরপর তারা সেখান থেকে রাতেই নৌকায় জামালপুর জেলার ইসলামপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিš‘ ঘন কুয়াশায় তারা পথ হারিয়ে ফেলেন। এছাড়া যমুনা নদীর নাব্যতা সংকটে বিভিন্ন জায়গায় ডুবোচর তৈরী হয়েছে। সেরকম একটি ডুবোচরে তাদের নৌকাও আটকিয়ে যায়। গভীর রাত পর্যন্ত তারা অনেক চেষ্টার পর যমুনা নদীর কিনারায় ফিরে আসতে সক্ষম হন। এরপর প্রচন্ড শীতের মধ্যেই বরযাত্রী নদীর কিনারায় রাত্রি যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তারা কিনারায় একটি ভাঙা ঘরে অবস্থান করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের টহল টিম তাদের উদ্ধার করে।
সারিয়াকান্দি সেনা ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে তাদের সুন্দর পরিবেশে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। সকল বর যাত্রীদের কম্বল, সোয়েটার, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী। সারারাত তাদের খোঁজ খবর নেয়া হয়। সকালে নাস্তা করিয়ে বৃহস্পতিবার তাদের বাড়ী ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সেনা সদস্যরা। সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।