চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে আইডিয়াল স্কুল এন্ড কলেজের আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি প্রদান ও বার্ষিক ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ইমদাদুল হক চৌধুরী।স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন,সাবেক কাউন্সিলর মো জালাল মিয়া, অভিভাবক মো: দুদু মিয়া, সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ,মাহমুদুল হাসান শাহি ও আনোয়ার হোসেন প্রমুখ।

প্রথমে ৪৪ জনকে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।ট্যালেন্টপুল ১৫ জনের মাঝে নগদ অর্থ ১৫০০ টাকা ও ক্রেস্ট এবং সাধারণ বৃত্তি ২৯ জনকে নগদ ১হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরবর্তীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং প্রতি ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার দেয়া হয়।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : “দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ ফোরক্বানিয়া মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎকর্ষতা অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যুগপৎ উদ্যোগ অপরিহার্য। নৈতিকতা, চরিত্র গঠন ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে তুললেই তাদের ভবিষ্যৎ পথ আরও আলোকিত হবে।

অভিভাবক সমাবেশ

সাদুল্লাপুর : সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর (ঝাউলার বাজার) এর উত্তর পাশে অবস্থিত আল-হেরা ইসলামিক স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আল-হেরা ইসলামিক স্কুলের উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অব:প্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল ওয়াহেদ আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এর সদস্য প্রভাষক আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এছাড়াও বক্তব্য রাখেন অভিভাবক সদস্যের পক্ষ থেকে আমিনুল ইসলাম, লিটন মাস্টার, মশিউর রহমান, বাবুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এর সদস্য সৈয়দ মুর্শীদ ঈমাম সজীব।