আঠারোবাঁকী নদীর কোল ঘেঁষে রূপসা উপজেলার নেহালপুর মিস্ত্রিপাড়ার পল্লীতে সরকারি রাস্তা দখল করে পট (মাটি দিয়ে ইট তৈরির মন্ড) বানিয়ে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেসার্স এমএনএস ব্রিক্সস’র স্বত্বাধিকারী নেহালপুর মিস্ত্রিপাড়া থেকে পুরাতন হাট পর্যন্ত রাস্তা কেটে পথ বানিয়েছে বলে অভিযোগ। সরকারি রাস্তাটি পুনরুদ্ধারে জোর দাবি তুলেছেন এলাকাবাসী।
নেহালপুর গ্রামের বাসিন্দা রাজিব বিশ্বাস বলেন, জনস্বার্থে সরকারি এ রাস্তাটি দখলমুক্ত করা প্রয়োজন। অবিলম্বে সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নেহালপুর গ্রামের বাসিন্দা মো. সুজন বলেন, সরকারি রাস্তাটি দখলমুক্ত করতে হবে। অন্যথায় এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন করতে হবে। নেহালপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, রাস্তাটি শিগগির দখলমুক্ত করা প্রয়োজন।
নেহালপুর মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা ক্রীড়া সংগঠক সাধন দে বলেন, হিন্দু ধর্মাবলম্বী কোনো ব্যক্তি মারা গেলে সৎকার করতে হলে এ রাস্তা দিয়ে নেহালপুর শ্মশানে আনা হতো। কিন্তু রাস্তাটি যখন থেকে দখল করে ইট তৈরির পথ বানিয়ে ব্যবসা শুরু করা হয় তখন থেকে দুর্ভোগের সৃষ্টি হয়। রাস্তাটি আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার পথে। রাস্তাটি পুনরুদ্ধার করা খুবই প্রয়োজন।
একই গ্রামের বাসিন্দা মো. রাকিব শেখ বলেন, এটি ঐতিহ্যবাহী পুরাতন রাস্তা। দীর্ঘদিন ধরে সরকারি এ রাস্তাটি জবরদখল করে ইট তৈরির পথ বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এমএনএস ব্রিকস’র মালিক মিঠু। এর আগে সিবিআই ব্রিকস-এর মালিক সাত্তারও একই ভাবে বহাল তবিয়ত ব্যবসা করেছে।
এমএনএস ব্রিক্সস’র ম্যানেজার মিজানুর রহমান বলেন, এমএনএস ব্রিক্সস-এর মালিক মিঠু সাহেব পাঁচ বছরের জন্য ইটভাটা বন্দোবস্ত নিয়েছেন। নতুন করে কিছু সরকারি রাস্তা নিয়ে কিছু করা হয়নি। তিনি বলেন, সরকার ইচ্ছা করলে রাস্তা বের করবে, এতে কোনো সমস্যা নেই।