কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজার নেতৃত্বে প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আইলচারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

প্রচারণাকালে আমির হামজা ন্যায় ও ইসলামের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তার নির্বাচনী অঙ্গীকার।

কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি ডা. হায়হান আলী, আইলচারা ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসির আরাফাতসহ স্থানীয় জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত এসময় ছিলেন।

প্রচারণা চলাকালে স্থানীয় মানুষজন প্রার্থীকে তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতাকর্মীরা নির্বাচনী প্রতীক নিয়ে স্লোগান ও গণসংযোগ পরিচালনা করে জনগণের সমর্থন কামনা করেন। আইলচারা ইউনিয়নে এই প্রচারণা কার্যক্রমকে ঘিরে এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে বলে জানান স্থানীয়রা।