মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়নসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর শহরের মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রসা থেকে গণমিছিলটি শুরু হয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক হয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ জনতা অংশ গ্রহন করেন। মিছিলটি আব্বাছিয়া মাদ্রাসা থেকে শহরের তালুকদার ক্লিনিক পর্যন্ত বিস্তৃত হয়।
গণমিছিলে ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা জামায়াতের সভাপতি আব্দুল করিম, জেলা উলামা বিভাগের সভাপতি, জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, পৌর জামায়তের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান প্রমুখ।