বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত গণদোয়া অনুষ্ঠানে ছবি তুলতে না দেওয়াকে কেন্দ্র করে যমুনা টিভির সাংবাদিক পলাশ প্রধানকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন গাজীপুর মহানগর মহিলা দলের নেত্রী দিপা চৌধুরী। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা দেখা দিলেও উপস্থিত নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, দোয়া মাহফিল চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিক পলাশকে টিপা চৌধুরী অপমানজনক ভাষা ব্যবহার করে হুমকি দেন এবং তার কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করেন।
সাংবাদিক সমাজ এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন। স্থানীয় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত অশোভন ও নিন্দনীয় আচরণ। গণদোয়ার মতো শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে এমন আচরণ গাজীপুরের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করেছে।
এ ঘটনায় যমুনা টিভির সাংবাদিক পলাশ প্রধান বলেন, তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু অযথা হুমকি দিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি আরও বলেন, এই আচরণ সাংবাদিকতার প্রতি অসম্মান এবং মুক্ত গণমাধ্যমের কাজকে বাধাগ্রস্ত করার শামিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন—গণতান্ত্রিক পরিবেশে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে হলে এমন আচরণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রয়োজন।
এদিকে ঘটনার পর বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের একজন বলেন, বিষয়টি গুরুতর। তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।