দুর্গাপুর সংবাদদাতা রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে লাইসেন্স বিহীন অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল্লাহ তাহাসিন ট্রেডার্স এর ১৩ বস্তা রাসানিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

১১ ডিসেম্বর উপজেলার কাচুপাড়া এই অভিযান পরিচালিত হয়। অবৈধ সার মজুদের খবরে উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা নূর তানজু, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, তৌহিদুর রহমান প্রমুখ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় দোকানঘর তল্লাশি করে ১০ বস্তা ইউরিয়া ২ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এছাড়াও বিভিন্ন কীটনাশকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সবগুলো জব্দ দেখানো হয়। সার গুলো পরবর্তীতে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবনী জানান, অবৈধ সার মজুদ, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স আব্দুল্লাহ তাহাসিন ট্রেডার্স তল্লাশি চালিয়ে ১৩ বস্তা বিভিন্ন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। কতৃপক্ষ বিক্রির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। কৃষকেরা ন্যায্য মূল্যে সার পাওয়ার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লায়লা নূর তানজু জানান, মোবাইল কোর্ট আইন ২০২৯ অনুযায়ী স্যারগুলো জব্দ করা হয়েছে। কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হবে ।

উল্লেখ্য, রাসায়নিক সার কৃষকদের মাঝে সঠিকভাবে বন্টনের জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে উপজেলা কৃষি অফিস। ডিলার দের অনিয়ম রোধে নিয়মিত মনিটরিং অবৈধ সার মজুদ বিক্রয় বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।