সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিরাজদিখান বাজার মাদরাসার ছয় তলার ছাদে মানতের গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আসাদুজ্জামান ইশতিয়াক নামে (১৫) এক ছাত্র মারা গেছে। নিহত আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) জেলার শ্রীনগর উপজেলার সোন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে। সম্প্রতি সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ওমর বিন খাত্তাব (রাঃ)-নামে মাদরাসায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের জামাল হোসেন ভুলু (৪০) মানত হিসেবে মাদরাসায় একটি গরু দান করেন। বুধবার রাতে গরু মাদরাসার ৬ তালায় নিয়ে জবাই করে মাংস কাটার সময় মাংস ও গরুর ভুড়ি পরিষ্কার করার জন্য অস্থায়ী ভাবে টানা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। পরে তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন।