নাটোরে সদর উপজেলা ৫নং বড় হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গনসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার (১০ অক্টোবর) বিকালে বড় হরিশপুর ইউনিয়ন জামায়াত এ পথ সভার আয়োজন করেন ।
উক্ত গনসংযোগ ও পথসভায় ৫নং বড় হরিশপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ. নওশাদ আলী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর জামায়াত মনোনিত (নাটোর-২ সদর ও নলডাঙ্গা) আসেনর এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের সভাপতি মোঃ নওশাদ আলী, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুব জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা রকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। বক্তারা আরো বলেন, আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আহবান জানান ।
এসময় জামায়াতের গণসংযোগ পক্ষের প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।