জুলাই সনদ আজ আর কেবল একটি দলীয় ঘোষণা নয়, এটি জাতির মুক্তির ম্যানিফেস্টো। তিনি দৃপ্ত কণ্ঠে উল্লেখ করেন- এই সনদের আইনি স্বীকৃতি ও নভেম্বরে গণভোটই হবে জনগণের বহু প্রতীক্ষিত পরিবর্তনের সূচনা। তিনি বলেন, এই গণভোটের মাধ্যমে মানুষ নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে নেওয়ার সুযোগ পাবে।

গতকাল শনিবার রাজধানীর আদাবর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি ঘর যেন গণভোটের পক্ষে একটি দুর্গে পরিণত হয়। আমরা চাই শান্তি, ন্যায়, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজÑ আর সেটিই সম্ভব জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে।

প্রধান অতিথি মোঃ মোবারক হোসাইন তার বক্তব্যে আরো বলেন, এই সনদে নিহিত রয়েছে জাতির আত্মত্যাগের ইতিহাস ও মানুষের মুক্তির অঙ্গীকার। তাই এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের ন্যায়বিচারের আন্দোলন। তিনি বিশ্বাস প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জনগণের এই আকাক্সক্ষাকে সম্মান জানিয়ে জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান করবেন।

থানা আমির ও মহানগরী মজলিসে সুরা সদস্য মোঃ আল আমিনের সবুজের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি মোঃ আবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ঢাকা ১৩ আসনের মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেন, হাতে গোনা কয়েকটি দল ছাড়া সকল রাজনৈতিক দল গুলো এই জুলাই সনদের আইনিবৃত্তি ও গণভোটের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গণভোট দাবি করে আসছে।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান, এডভোকেট আজহার মুন্সিসহ জামায়াতর অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি ও ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান বলেন, এই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজ ও দখলকারীদের চির বিদায় দিতে হলে একটি গন ভোট ব্যবস্থাই যথেষ্ট। এই গণভোটের মাধ্যমেই জনগণের মনের কাঙ্খিত চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে মোবারক হোসাইনের উপস্থিতিতে বৈঠকে উপস্থিত জনতা উচ্ছ্বসিত স্লোগানে বৈঠকের মাঠ প্রকম্পিত করে তোলে, জুলাই সনদ আমাদের অধিকার, গণভোট আমাদের মুক্তির পথ! প্রেস বিজ্ঞপ্তি।