ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নিহতের প্রতিবাদে ফার্মগেটে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন সতীর্থরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে আশপাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তেজগাঁও থানার ওসি কৈশন্যু সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে সংবাদ মাধ্যমকে বলেন, সড়ক ছেড়ে দিতে তাদের বোঝানো হচ্ছে। শিক্ষকদের সঙ্গে কথা হচ্ছে। পরে পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার আক্কাস আলী বলেন, শিক্ষার্থী হত্যার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছি আমরা। পুলিশ ও কলেজ শিক্ষকরা বোঝানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়েছেন। তারপর থেকে সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক আছে। নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
সতীর্থ শিহাব হোসেন বলেন, কয়েকদিন আগে ছাত্র নামধারী কয়েকজন হামলা চালালে ৩/৪ জন আহত হয়। তাদের মধ্যে সাকিব নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, গত শনিবার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে কয়কজন আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান। এই ঘটনায় মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তদন্ত করছি।