পাবনা সংবাদদাতা : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ল সিন্ডিকেট সদস্য ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেছেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা-উদ্ভাবনের সমন্বয় জরুরি। তিনি পাবনার আলহাজ্ব আছির উদ্দিনগুড নাইট সরদার অডিটোরিয়ামে ড্রিমস অফ বাংলাদেশ-এর আয়োজনে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফিউচার ইনভার্টরস অফ বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি বক্তৃতার সময় এ কথা বলেন। পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, প্রেসক্লাব পাবনা সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

কর্মশালায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন, ড্রিমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ,মাহদীর ইসলাম ওয়াফি ইন-চার্জ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাহাদি হাসান সৌরভ ইঞ্জিনিয়ার ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আহসান নাঈম পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ।

প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন “তরুণরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও নৈতিক শিক্ষা একত্রে দেশের উন্নয়নে নতুন গতির সঞ্চার করবে।”

বিশেষ অতিথি পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারাই তরুণদের মূল শক্তি। “শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়। বাস্তব জ্ঞান, মানবিক মূল্যবোধ এবং সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়; পরিবার, সমাজ এবং দেশ গঠনে অবদান রাখুক।

“তরুণদের ইতিবাচক চিন্তা, সামাজিক দায়িত্ববোধ এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখে। এমন আয়োজন তরুণদের অনুপ্রাণিত করে।”

তিনি আরো বলেন, ড্রিমস অফ বাংলাদেশ তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও সৃজনশীলতাকে উদযাপন করে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে। বিশেষত ইসলামিয়া মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এমন আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাগত ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।