ভুয়া অতিরিক্ত সচিব আটক

যশোর সংবাদদাতা : যশোর সার্কিট হাউস থেকে এক ভুয়া সরকারি কর্মকর্তাকে আটকের ঘটনা জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আটক হওয়া ব্যক্তি হলেন আব্দুস সালাম (৪৫)। তিনি মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রাামের এলাহী বকশি গাজীর ছেলে। বুধবার দুপুরে সার্কিট হাউস কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সার্কিট হাউস সূত্রে জানা যায়, বুধবার সকালেই আব্দুস সালাম সার্কিট হাউসের সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দেন। তিনি ঢাকা থেকে যশোরে আসছেন জানিয়ে সরকারি গাড়ি পাঠানোর অনুরোধ করেন। নিয়মমাফিক প্রয়োজনে সার্কিট হাউস থেকে একটি গাড়ি রেল স্টেশনে পাঠানো হয় এবং তাকে সার্কিট হাউসে নিয়ে আসা হয়।

কর্তৃপক্ষ জানায়, তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ দেখা দিলে তার পরিচয় যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করে জানা যায়, তিনি কোনভাবেই অতিরিক্ত সচিব নন বরং নিজের পরিচয় ভুয়া বলে নিশ্চিত হয় প্রশাসন।

মানববন্ধন

ঝিনাইদহ সংবাদদাতা : ‘নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি’ এ শ্লোগানে ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ও ওয়েলফেয়ার এফোর্টস। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। সেসময় দুর্বার নেটওয়ার্কের সদস্য শরিফা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, হাফিজুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক বাবলু কুমার কুন্ডু, উই এর প্রজেক্ট অফিসার রশিদা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা নারীদের প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতার নির্দেশ

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) হাটহাজারী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ দাফতরিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় তিনি সেবাগ্রহীতাদের প্রতি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, সেবা প্রদানের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন।

কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) করোনা মহামারি-পরবর্তী বাংলাদেশের টেকসই কৃষি পুনরুদ্ধার, ফসল, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশ্লেষণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং প্রকল্পের উপব্যবস্থাপক প্রফেসর ড. শেখ শামীম হাসানের তত্ত্বাবধানে কর্মশালাটি বুধবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মহামারি-জনিত কৃষি, অর্থনীতি ও সামাজিক কাঠামোর ক্ষতি বিশ্লেষণসহ টেকসই পুনরুদ্ধারের একটি কার্যকর রূপরেখা প্রণয়নের লক্ষ্য তুলে ধরা হয়। জাতীয় কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা এবং ভবিষ্যৎ সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনাও উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রজব আলি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময়

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে।

এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজজাদ হোসেন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রফিকুল, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ইসলাম, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, রবিউল ইসলাম, হারুনুর রশিদ, মশিউর রহমান খান, চম্পক কুমার প্রমুখ।

জরিমানা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মানিকারচর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ এবং সেবার মান যাচাই করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান এবং প্রসিকিউশনে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম হোসেন।অভিযানকালে ‘ইসলামিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উধাও ভুয়া এনজিও

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : মাত্র ১০ শতাংশ জামানত জমা দিলেই ১ থেকে ৫ লাখ টাকা ঋণএমন প্রলোভনে চারঘাটে শত শত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে ‘পল্লী নারী জাগরণ সংস্থা’ নামের এক ভুয়া এনজিও। সোমবার ঋণ বিতরণের কথা থাকলেও রবিবার দুপুরের পর থেকে সংস্থার কোনো কর্মকর্তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে ভুক্তভোগীরা হয়ে পড়েছেন অসহায় ও হতাশ।

ভুক্তভোগীরা জানান, প্রতারণা বিশ্বাসযোগ্য করতে পল্লী বিদ্যুৎ মোড়ে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে শফিকুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় অফিস নেয় ওই ভূয়া সংস্থা।

সোমবার ঋণ দেওয়ার অনুষ্ঠানে পাঁচ শত মানুষের খাবারের আয়োজনের ঘোষণাও দেওয়া হয়। আশপাশের বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিমন্ত্রণ করার প্রচারণা চালানো হয়। এসব দেখে সাধারণ মানুষ আরও বেশি আস্থা পেয়ে ১০-৪০ হাজার টাকা পর্যন্ত জামানত জমা দিয়ে ঋণের আবেদন করেন। কিন্তু রবিবার দুপুরের পর থেকে অফিসে তালা ঝুলে যায়, সংস্থার লোকজনও উধাও।

রোববার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত শত শত মানুষ অফিসের সামনে ভিড় জমায়। কেউ জমানো টাকা, কেউ ধার করে, কেউ গরু-ছাগল বিক্রি করে ঋণের আশায় অর্থ জমা দিয়েছিলেন। এখন সবাই কেবল হাহুতাশ করছেন।

গৌড়শহরপুর গ্রামের রেজিয়া সুলতানা বলেন, “তিন লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে আমাদের পাঁচজনকে বাছাই করেছিল। ৩০ হাজার টাকা জামানত দিয়েছি। আজ ঋণ নিতে এসে দেখি সব পালিয়েছে!

বিতর্ক প্রতিযোগিতা

মোংলা সংবাদদাতা : বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানো জরুরি উদ্বোধনী অনুষ্ঠানে এমন মত প্রকাশ করেন বক্তারা। তাদের মতে, আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার শুধু পরিবেশের ক্ষতি করে না, বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আর্থিক চাপ এবং ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে বড় বাধা হিসেবে কাজ করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ন্যায্যতার ভিত্তিতে জ্বালানি রূপান্তর ঘটাতে হবে এবং বৃহত্তর পরিসরে সবুজ শক্তির ব্যবহারকে গুরুত্ব দিতে হবে।

২৬ নভেম্বর বুধবার দুপুরে মোংলা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে “বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানি শক্তির উপরই নির্ভরশীল” শীর্ষক কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা তুলে ধরেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি মহিলা কলেজ, পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ প্লানেটিয়ার্স ক্লাব যৌথভাবে এ আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করে।

মতবিনিময়

কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান সোমবার কেশবপুর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের রজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সাথ মতবিনিময় করেছেন।

বেলা সাড়ে ১১ টায় কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুনের সভপতিত্বে, এ মতবিনিময়

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বস, বৈষম্যবিরোধী ছাত্র নেতা সম্রাট হোসেন, সাংবাদিক রুহুল কুদ্দুস,এনামুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন, সমাজসেবা অফিসার মোঃ রোকনউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ।

আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির কৃষক পর্যায়ে ও নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন। গতকাল বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির রাঙ্গামাটিতে বঙ্গ মিলার্স লিঃ চত্বরে আমন ধান সংগ্রহ-২০২৫ এর শুভ উদ্বোধন ফিতা কেটে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া হোসেন, মহাব্যবস্থাপক, বঙ্গ মিলার্স লিঃ, রাঙ্গামাটি, ফুলবাড়ী, দিনাজপুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ফিতা কাটেন, প্রাণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ গ্রুপ এর মোঃ ইলিয়াস মৃধা। তিনি বলেন, প্রাণ কোম্পানি দেশের একটি সম্পদ। এই এলাকায় কৃষকদের মাঝে প্রাণ কোম্পানি বীজ, সার ও কীটনাশক সরবরাহ করছে। যাতে করে কৃষকেরা ফসল উৎপাদন করে। আমরা সেই কৃষদেরকে সবরকম সহযোগীতা করছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, মোঃ নাসের আহম্মেদ, কার্য নির্বাহী পরিচালক বিএমএল, প্রাণ গ্রুপ; মোঃ সাইফুল ইসলাম শিকদার, নির্বাহী পরিচালক, প্রাণ ফুডস্, প্রাণ গ্রুপ; মোঃ শেখ ওয়ারেস উল হাবিব, নির্বাহী পরিচালক, প্রাণ বীজ,সার ও বালাই নাশক, প্রাণ গ্রুপ; প্রকৌশলী এসএম মোস্তফা আফজাল বাবু, প্রধান পরিচালক, কর্মকর্তা, বিবিএল, প্রাণ গ্রুপ। আমন ২০২৫ উৎপাদন মৌসুমে ধান ক্রয়ের লক্ষমাত্রা হিসেবে নিজস্ব উৎপাদন থেকে ৭৫০ মেট্রিকটন দিনাজপুর ও রংপুর অঞ্চলের নিকট থেকে ২হাজার মেট্রিকটন মোট ২৭৫০ মেট্রিকটনধান ক্রয়ের লক্ষ মাত্রা নির্ধারন করেন। এ সময় প্রাণ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের মতলব উত্তর উপজেলা নববর্ষ প্রকাশনা উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে নববর্ষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে জেলা সাহিত্য প্রকাশনার দায়িত্বে থাকা আল আমিন এবং মতলব উত্তর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে গঠনমূলক সাহিত্যচর্চা, নৈতিক উন্নয়ন ও আদর্শিক বিকাশে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।