ঢাকা-১ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টসের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন গাজীপুরের বিচারিক আদালত পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের অধীন বিভিন্ন আদালত ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং এজলাসে গিয়ে বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কিউ এম নাছির উদ্দিন, শ্রম আদালতের চেয়ারম্যান মাকসুদা খানম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন গাজীপুরের আদালতের মামলার নিষ্পত্তি সম্পর্কে খোঁজ নেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বিচারকদের সমস্যা শোনেন এবং তা সংশ্লিষ্ট মহলে জানিয়ে সমাধানের আশ্বাস দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের বিচার বিভাগকে সবকিছুর ঊর্ধ্বে থেকে সাহসিকতার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধান বিচারপতি যে মনিটরিং কমিটি গঠন করেছেন, তার কার্যক্রম আমরা গাজীপুর থেকে শুরু করেছি। আমাদের বিচারকদের নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে, যাতে দেশকে স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়া যায়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন আরও বলেন, “নির্বাচন সামনে রেখে আমাদের বিচার বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন, যা আমাদের পথনির্দেশক হিসেবে কাজ করবে। এই নির্দেশনার আলোকে আমরা বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাব।”