স্টাফ রিপোর্টার, গাজীপুর : ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর হালিমুজ্জামান ননী, ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহমেদ, মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী সালাহ উদ্দিন, কৃষকদলের আতাউর রহমান ও খান জাহিদ এবং মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুরসহ আরও অনেকে।
চট্টগ্রাম ব্যুরো : গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধরীর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য আ.ক.ম ফরিদুল আলম, নুরুল হক, মাওলানা আরেফে জামী, আরিফুর রশীদ সহ নেতৃবৃন্দ।
সাভার সংবাদদাতা: মঙ্গলবার দুপুরে সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন এর সভাপতিত্বে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের আত্বার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী এবং ইংরেজি বিভাগের প্রভাষক ওমর ফারুক বান্না প্রমুখ বক্তব্য দেন।
সাদুল্লাপুর : মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সাদুল্লাপুর আশ শিফা মডেল মাদরাসার প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া
পরিচালনা করেন মুফতি মাওলানা জাহিদুল ইসলাম ও হাফেজ মাশুক ইমাম। এ সময় উপস্থিত ছিলেন আশ শিফা মডেল মাদরাসার পরিচালক ও প্রিন্সিপাল মুফতি মাওলানা শাফিউজ্জামান সুমন সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মেহেরপুর জেলা : মানবিক সেবায় নিয়োজিত ব্লাড সোসাইটি মেহেরপুর জেলা কর্তৃক আয়োজনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত আহত নিহতদের ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মেহেরপুর মুজিবনগর উপজেলায় দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব হল রুমে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মানবিক সেবায় নিয়োজিত ব্লাড সোসাইটির পরিচালক সোহাগ আলী উপস্থিত ছিলেন দারিয়াপুর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনারুল ইসলাম এবং ড: জামাল উদ্দিন মডেল একাডেমীর প্রধান শিক্ষক গোলাম মোর্তজা এ সময় সকল আহত এবং নিহত পরিবারদের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।
নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) : দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয় আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে। শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা এই মানবিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এ প্রসঙ্গে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আবদুল আলীম বলেন, ুএই দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দেশের যেকোনো দুর্যোগে আমাদের শিক্ষক সমাজ সবসময় মানবিক ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
এই আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সহমর্মিতা ও মানবিক চেতনা আরও জাগ্রত করে।
সিংড়া (নাটোর) : সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ দারুস সুন্নাহ নুরানী ক্যাডেট মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোঃ শাহাদাত হোসেন এবং দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা সোহেল রানা।
মাহফিলে নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করা হয়। শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
আদমদীঘি (বগুড়া) : মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আদমদীঘি সদরের পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই দোয়া মাহফিলে আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। এসময় উপ¯ি’ত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, সাজ্জাদ হোসেন, তুফান হোসেন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, কোরবান আলী, রতন হোসেন, নিপন হোসেন, সবুজ হোসেন,ফাহাদ হোসেন জিকু, ছাত্রদল নেতা সোহেল রানা, নুর মোহাম্মাদ মীম, মিনহাজ, বায়েজীদ প্রমুখ। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সু¯’তা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল বারিক।
সাতকানিয়া : ২২ জুলাই বাদে আসর আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুসল্লি পরিষদের সহ-সভাপতি ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ুবিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে হতাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মুসল্লি পরিষদের সদস্য হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক আজহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসল্লি পরিষদের সদস্য মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা মমতাজুল হক, খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর, জাহাঙ্গীর আলম ও বেলায়েত হোসেন।
ঈদগাঁও (কক্সবাজার) : রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমাণ বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঈদগাঁওয়ে পৃথক দোয়া ও শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এদিন রাস্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মৌ: ফরিদুল আলম।
শোক সভায় বক্তার বলেন, এ ধরনের দুর্ঘটনা গোটা জাতিকে শোকস্তব্ধ করে দেয়। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
এদিকে একই দিন বিকেলে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোয়া, মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বিমান বিধ্বংসের ঘটনায় বহু সংখ্যক কোমলমতি শিশু, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতা শহীদ হাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হকের উপস্থিতিতে ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি সমবেদনা ও সম্মান জানান। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর। এতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।
বরিশাল অফিস : মঙ্গলবার ২২ জুলাই বরিশাল প্রেসক্লাবে বাদ আছর অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, পেশাজীবি থানার সভাপতি সুলতানুল আরেফিন, আইনজীবী বিভাগের সভাপতি এ্যাডভোকেট আবুল খায়ের শহিদ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসাইন হাওলাদারসহ জামায়াত নেতৃবৃন্দ।