আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-বাহিনীর যৌথভাবে আটককৃত প্রায় ১৫’শ কেজি জাটকা ইলিশ মাছ আমতলী থানা থেকে লুটের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইলিশ মাছ লুট হওয়ার ঘটনা মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে।
জানাগেছে, গত ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার করা নিষিদ্ধ। কিন্তু তালতলী, কলাপাড়া ও আমতলী উপজেলার অসাধু জেলেরা সরকারী নির্দেশনা উপেক্ষা করে অবাধে মাছ শিকার করছেন। জেলেদের শিকার করা জাটকা ইলিশ বৃহস্পতিবার দুপুরে চারটি পরিবহন গাড়ীতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচার করছিল। ওই মাছ নৌ-বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য বিভাগ জব্দ করে। জব্দকৃত মাছ তারা আমতলী থানায় মজুদ রাখেন। বৃহস্পতিবার বিকেলে ওই মাছ স্থানীয় ৫০ টি এতিম খানায় বিতরন করছিল। ওই মুহুর্তে বিভিন্ন রাজনৈতিক দলেন নেতাকর্মীসহ দুই শতাধিক মানুষ থানা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে। তারাই সমুদয় মাছ লুট করে নিয়ে যায়। প্রকাশ্যে দিবালোকে থানায় মধ্যে এভাবে মাছ লুট হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন সাধারণ মানুষ।