পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়-১ আসনে জামায়াতের মনোয়নপত্র সংগ্রহ করেছেন মাওলানা মো: ইকবাল হোসাইন।
২৪ ডিসেম্বর পঞ্চগড় জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামানের নিকট থেকে পঞ্চগড়- ১ আসনের মনোয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন,সদর উপজেলা আমীর সফিউল আলম , জেলা প্রচার ও মানব সম্পদ সেক্রেটারি শাহিদ আল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি এ্যাড আকবর আলী, তেঁতুলিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, পৌর সেক্রেটারি এ্যাড নাসির উদ্দীন সরকার।
লালপুর (নাটোর): ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সৎ ও যোগ্য নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোর ১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ তার হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বাগমারা (রাজশাহী): ত্রয়োদশ সংসদ সদস্য পদে রাজশাহীর-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জেলা শূরা কর্মপরিষদ সদস্য ডা: আব্দুল বারী সরদার মনোনয়ন উত্তোল করেছেন। এছাড়া একই দিনে পৃথক পৃথক ভাবে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ জন ও এনসিপির ১ জন মনোনয়ন ফরম উত্তোলন করে। এ নিয়ে বাগমারায় সংসদ সদস্য পদে ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জেলা কর্মপরিষদের শূরা সদস্য জাময়াতের নেতাকর্মীদের নিয়ে পক্ষে সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
সিংড়া (নাটোর) নাটোর-৩ (সিংড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. ইউসুফ আলী।
বুধবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মহিউদ্দিন হাদী, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার ও ডাহিয়া ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ।
শৈলকুপা : ঝিনাইদহ ১ (শৈলকুপা) আসনে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার ২৪ ডিসেম্বর দুপুর দুইটাই তিনি সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অধ্যাপক এস এম মতিউর রহমান বলেন, “শৈলকুপার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”
ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি হারুনুর রশীদ, সাভার পৌর আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদসহ অনেক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
আদমদীঘি (বগুড়া) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পাটি (লাঙ্গল) মনোনীত এমপি প্রার্থী আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি মো: শাহিনুল ইসলাম (শাহিন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি নিজেই আদমদীঘি সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমন, পৌর জাপার সভাপতি আব্দুল লতিফ, জাপা নেতা আবু রায়হান, সাবেক ছাত্র নেতা শিবলি আহমেদ।
গজারিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হক পাটোয়ারী,জেলা শুরা সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের পরিচালনা কমিটির সদস্য মো. সুরুজ মাস্টার সহ জামায়াত নেতৃবৃন্দ।
আত্রাই (নওগাঁ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আলমগীর কবির।
আত্রাই ও রাণীনগর বাসীকে বাঁচানোর আহ্বান জানিয়ে মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলমগীর কবির সাংবাদিকদের বলেন, কালো টাকাকে মোকাবেলা করার জন্য নির্বাচনে এসেছি। আত্রাই ও রানীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। টাকার নির্বাচন অন্যায় নির্বাচন। এখানে জনমতের কোনো প্রতিফলন ঘটে না। যারা টাকার ঝনঝনানি দেখা”েছ জনগণকে সাথে নিয়ে তাদেরকে মোকাবেলা করব। রাজনীতিতে যারা সততা ও দেশপ্রেম দেখাতে পারবে না তাদের রাজনীতি থেকে চলে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় আমার প্রধান লক্ষ্য। আত্রাই রানীনগরের মানুষ আমাকে চায় দেখেই নির্বাচনে এসেছি।
নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।