গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা অবধি রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এর ফলে তাপমাত্রা কমে আবারো শীতের আমেজ সৃষ্টি হয়েছে। সঙ্গে রয়েছে হিমেল হাওয়া।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে এই পরিস্থিতি বলে জানা গেছে। লঘু চাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে রাজশাহীসহ দেশের সাত বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে রাজশাহীতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এতে তাপমাত্রা কমে ফের শীতের আবহ তৈরি হয়েছে। হঠাৎ কয়েকদিনের গরম শেষে রাজশাহীতে গত রাত থেকে আবারো শীতের আবহ তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।