চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে। বন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করার উদ্দেশ্যে অীবহঃবপ চখঈ কর্তৃক স্থাপিত সর্বাধুনিক ৫এ নেটওয়ার্ক এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর ১টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫এ নেটওয়ার্কের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবক এর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মোঃ মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মোঃ ওমর ফারুক, সিস্টেম এনালিস্ট জনাব একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং Axentec PLC এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মতামত ব্যক্ত করেন যে, এই ৫এ নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, ৫এ নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রেসবিজ্ঞপ্তি।