শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ আলীকে (৩১) ঢাকা থেকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ।