শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের শিবালয়ে ‘ডেভিল হান্ট ফেস-২’ অভিযানে এক ইউনিয়ন আওয়ামীলীগ উপদেস্টাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার রাতের অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মোঃ মেহেদী হাসান আজগর (৪৬) শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাফরগঞ্জ এলাকার মৃতু আব্দুল খালেক মোল্লার ছেলে। শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা এলাকার বিভিন্ন স্থানে এমন অভিযান অব্যাহত রয়েছে।