গাজীপুরের টঙ্গী টিএন্ডটি কলোনি এলাকায় আবারও আলোচনায় মুফতি মোহেববুল্লাহ মিয়াজী। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে তিনি হঠাৎ লুঙ্গি পরিহিত ও খালি গায়ে নিজের বাসা থেকে বের হয়ে স্থানীয়দের সঙ্গে অস্বাভাবিক আচরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি আশপাশের লোকজনের দিকে তেড়ে যান এবং রাস্তার দিকে এগোতে চাইলে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে এলাকাবাসী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন এবং তাকে চ্যাং দোলা করে নিরাপদে তার নিজ বাসায় ফিরিয়ে নিয়ে যান।

এ সময় কেউ কেউ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন ও সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায়, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে পর্যেবক্ষণ করা হচ্ছে এবং খতিবের শারীরিক ও মানসিক অবস্থার ওপর চিকিৎসক ও পরিবারের সহযোগিতায় নজর রাখা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ জাহিদুল হাসান বলেন, ঘটনাটি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, তাই গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ন করা অনুচিত। আমরা চিকিৎসা ও পারিবারিক সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি এবং সবার প্রতি শান্ত, সংযমী ও সহনশীল থাকার অনুরোধ করছি।

এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।