খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা ও পুটিমারী এলাকার সংযোগ ব্রিজ নদীতে ধসে পড়েছে। গত বুধবার গভীর রাতে আকস্মিকভাবে ধসে পড়ে। দুই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ব্রিজটি হঠাৎ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীসহ দুই এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে উলুবুনিয়া নদীর উপর ২০০০ সালে তৎকালীন সরকার ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি নির্মাণের ফলে পুটিমারী ও লতা ইউনিয়নবাসীর দুর্ভোগের অবসান ঘটে। দুই পাড়ে তিনটি বিদ্যালয় ও তিনটি বাজার এবং এলাকাবাসীরাসহ সর্বসাধারণ স্বচ্ছন্দে যাতায়াত করেন এ ব্রিজ দিয়ে। এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান সানা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেয়নি। এটা ভেঙে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।