মৌলভীবাজার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদও, আহতদের জন্য এতিমদের নিয়ে জামায়াতের খাবার ও দোয়ার অনুষ্ঠান। বুধবার মৌলভীবাজার শহরের রাশিদিয়া এতিমখানায় মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় খাবার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলাউদ্দিন, পৌরসভা, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।

সিরাজগঞ্জ : জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ২৪ এর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফের সভাপত্বিতে ও সেক্রেটারী মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা মসজিদ মিশনের সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা আতাউর রহমান ও ড.খ ম আব্দুর রাজ্জাক।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মুফতি মাওলানা আব্দুল্লাহ সরকার। দোয়া অনুষ্ঠানেপৌর এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

রাজবাড়ী : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. মো. নুরুল ইসলাম বক্তৃতা করেন। ওয়ার্ড সভাপতি মাওলানা এবিএম শফিকুল্লাহ’ র সভাপতিত্বে ফখরুল ইসলাম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিশে শূরা এবং কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. হেলাল উদ্দিন, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং রাজবাড়ী পৌরসভা আমীর ডা. মো. হাফিজুর রহমান, জেলা মজলিশে শূরা সদস্য এবং রাজবাড়ী পৌরসভার সেক্রেটারি মাওলানা মো. লিয়াকত হোসাইন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. শওকত আলী, মো. আবু জাফর বাবু, মো. আসাদুজ্জামান সহ আরও অনেকে।

কক্সবাজার : জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় কক্সবাজার জেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল মঙ্গলবার ১ জুলাই দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই বিপ্লবে শহীদের স্বপ্ন পূরণের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

বাগেরহাট : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ কারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের কার্যালয় সংলগ্ন খান জাহান আলী ট্রাস্ট মিলানায়তনে জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো. ইউনূসের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা রেজাউল করিম। উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, জেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল হক রাহাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নোয়াখালী : নোয়াখালী শহর শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে ৩৬ জুলাই শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর মোহতারাম ইসহাক খন্দকার।

স্থানীয় একাডেমি মিলনায়তনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের শাহাদাত কবুল, পঙ্গুত্ববরণ ও আহত লোকদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ (অব.) ড. আমীন উল্লাহ।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ডা. বোরহান উদ্দিন, শহর সেক্রেটারি মাওলানা মো. মায়াজ, শহর শাখা বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মো. ইসমাইল, শহর শাখা জয়েন্ট সেক্রেটারী এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

শ্রীপুর (মাগুরা) : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাগুরায় আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নেতা কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের কবরস্থানে ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি এর কবর জিয়ারত করেন জেলার নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে মাগুরা সদরের আলাইপুর গ্রামে ঢাকায় নিহত মারুফ বিশ্বাস মিঠু, জগদল গ্রামের রাজু ও জেলার মোহাম্মদপুর উপজেলা ৪ আগস্ট নিহত আহাদ ও সুমনের কবর জিয়ারত করবেন বলে জানান জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের। এছাড়া দুই জুলাই জেলার অন্য নিহত পাঁচজনের কবর জিয়ারত করা হবে বলেও জানানো হয়।

সাতক্ষীরা : আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার(১ জুলাই) বিকাল ৪ টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম, উপজেলস কর্মপরিষদ সদস্য ও আই বি ডব্লিউ এফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু, কর্ম পরিষদ সদস্য আফসার উদ্দীন খাঁন,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ।

চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার শাখার উদ্যোগে কামিল মাদ্রাসা মসজিদে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ।

সাধারণ সম্পাদক মাও. নুরুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক , পৌর জামায়াতের আমির মাও আব্দুল খালেক, জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাও আব্দুল লতিফ, সামসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁও : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংষ্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।

জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ১ জুলাই জুলাই বিপ্লবে নিহত ও আহতের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আমির মো. মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মো. আবু সাইদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদ উর রহমান গিয়াস, মাওলানা মুজিবুর রহমান মিয়াজি, দেওয়ান খুরশিদ আলম, মুফতী জাহাঙ্গীর আলম প্রমুখ।

দিনাজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে টায় জেলা জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি ও দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের এমপি প্রার্থী জননেতা অ্যাডভোকেট মাইনুল আলম ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত (৩৬ জুলাই) মাসব্যাপী কর্মসূচি উদযাপন উপলক্ষে প্রথম দিবসে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে, বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলকুচি উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মজলিসে শূরা সদস্য উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার।

মুন্সীগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্দেগে মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটের জেলা কার্যালয় বিকাল ৫টায় জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদের, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য জন্য এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর আ জ ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য প্রর্থী মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

মীরসরাই : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ, আহতদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মীরসরাই উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্ব করেন।