জাতীয় সংসদের উভয় কক্ষে পি আর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। সেখান থেকে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে ৫দফা দাবী সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ -৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামসুদ্দিন, সুনামগঞ্জ -৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসিন খান, সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুল্লাহ সুনামগঞ্জ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমি র মমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারির সোলেমান চৌধুরী, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সালাম মোঃ মামুন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ।