নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় ময়মনসিংহের নান্দাইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩রা জানুয়ারি) বিকালে নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কদ্দুস। দোয়াপূর্বক নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিযর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সঞ্চালানয় মরহুম বেগম জিয়ার স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হামিদুজ্জামান আল মাদানি প্রমুখ। এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, এড. আব্দুস সালাম, মো. নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, কাজী গোলাম মোস্তফা, জাকির হোসেন দেওয়ান, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল, জিয়াউল হক ভূইয়া রাজু, এম আলমগীর সরকার, আলী আসলাম ভুইয়া, ডা. সাইফুল ইসলাম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর ‘প্রেসক্লাব নান্দাইল’ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ মোজাহিদি। এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও প্রেসক্লাবের সদস্য এনামুল কাদির, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান, সহ-সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সদস্য মো. আল আমিন সরকার ও মো. শাহজাহান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওটারচর উত্তর পাড়া জামে মসজিদে ছেঙ্গারচর পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে গণতন্ত্রের মা ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান (আনিস)। তিনি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দেশপ্রেমিক নেত্রী। তিনি কখনো বিদেশি কারও কাছে মাথানত করেননি। দেশ ও জাতির কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের মোল্লা। তিনি মরহুমার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর ভূমিকা ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছেঙ্গারচর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুরাদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শরিফ মোল্লা, শহিদুল্লাহ দেওয়ান, তাজের আহমেদ টিপু, মোঃ সাত্তার মোল্লা, আবুল হোসেন শিকদার, এরশাদ মোল্লা, আলী হোসেন সরকারসহ স্থানীয় বিএনপি ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ওটারচর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ফেনী
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংগ্রাম ফেনী জেলা প্রতিনিধি এ কে এম আবদুর রহীম।
ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবনসহ ক্লাবের বর্তমান নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা। দোয়া মাহফিলে ক্লাবের সদস্য এস টেলিভিশনের ফেনী প্রতিনিধি মাওলানা আহসান উল্লাহ মোনাজাত পরিচালনা করেন। দোয়া-মোনাজাতে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এশিয়ান টিভি ফেনী জেলা প্রতিনিধি কাজী হাবিব উল্যাহ সুমন।