গাইবান্ধা সংবাদদাতা : স্বাস্থ্য ও যৌন-প্রজনন স্বাস্থ্যের অধিকার ও প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্রিয়ভাবে যুক্ত থাকা নিশ্চিত করা বিষয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাইবান্ধা শহরের সার্কুলার রোডের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এই সভায় অভিভাবক, কিশোর-কিশোরী, যুব নারী-পুরুষ ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) ক্লিনিক ও আলোর ধারা পাঠশালা যৌথভাবে এই সভার আয়োজন করে। আরএইচস্টেপ এর ইউনিট প্রধান মো. এনামুল হক প্রতিষ্ঠানের কর্মকা- বিস্তারিত তুলে ধরেন। পরে কর্মসূচি ব্যাখ্যা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন সংগঠনের ইয়ুথ অফিসার মোছা. আসফিয়া খাতুন।

এসময় প্রদত্ত তথ্যে জানানো হয়, আরএইচস্টেপ বিশ্বাস করে, ‘সবার জন্য স্বাস্থ্য অধিকার তখনই বাস্তবায়িত হবে যখন সমাজের সবচেয়ে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত এই সেবার আওতায় আসবে তাদের কণ্ঠস্বর শোনা হবে এবং তারা সিদ্ধান্ত গ্রহণে অং নিতে পারবে। এই লক্ষ্যে আরএইচস্টেপ কাজ করে যাচ্ছে একটি ন্যায্য ও অন্তর্ভূক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গঠনের জন্য। তরুণদের কণ্ঠস্বর ছাড়া এসআরএইচআর অধিকার পূর্ণতা পায় না। আরএইচস্টেপ ও ইউওয়াইপি- এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, সচেতন ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব প্রতিটি তরুণের কণ্ঠস্বর পরিবর্তনের শক্তি।