নড়াইল সংবাদদাতা : নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম,নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সহ-সভাপতি বিএম নওশের আলী, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানাসহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বড়দিয়া বাজারে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতী থানা বিএনপির সাধারন সম্পাদক ও দি পাটনা একাডেমীর সহকারি প্রধান শিক্ষক শেখ বুলবুল কবির।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রোববার গোপালগঞ্জ থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা মটরসাইকেলের বহর নিয়ে মিছিলের জন্য কালিয়া প্রবেশ করতে পারে এই আশংকায় স্থানীয় এলাকাবাসী জড়ো হন। গোপালগঞ্জ থেকে গাড়িবহর যোগানিয়া নামক স্থানে পৌঁছালে এলাকাবাসীর সথে বহরের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। গাড়ি বহরের লোকজন নিজেরাই পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে ওই ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালান। কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিহিংসাবশত বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়ে তাদের মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করেছেন। সেলিম বলেছেন, জেলা বিএনপির সভাপতির নির্দেশে নড়াগাতি থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বহরের লোকজনকে মারপিট করাসহ তাদের মোরসাইকেল ভাংচুর করেছে।এ কথাটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।