বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়। সোমবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পৌর শ্রমিকদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এছাড়া বিএনপি নেতা শহিদুল ইসলাম, পৌর শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক আল-আমিন, বিএনপি নেতা শাহজাহান ফকির, আল-মামুন মিঠু, শ্রমিকদল নেতা মো. রফিক, যুবদল নেতা মোঃ হোসেন গাজী, মোস্তফা কামাল আদো, মোঃ জাহাঙ্গীর, মোঃ মোয়াজ্জেম ও মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।