সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম চালুর দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সুশাসনের জন্য নাগরিক কমিটি সুজন এই প্রতিবাদ কর্মসুচী পালন করে। এতে শানিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও প্রভাষক ফজলুল করিম সাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি একে এম আবু নাছার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ এর সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক খবর সম্পাদক পংকজ দে, সাবেক জেলা পরিষদ সদস্য মনির উদ্দিন, সুনামগঞ্জ আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক, এলডিপি সম্পাদক শেখ এমদাদ, হাওর বাঁচাও আন্দোলন এর সাধারণ সম্পাদক ওবাদুল হক মিলন, দিলাল আহমদ, আশরাফ আলী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম চালু থাকবে এটাই স্বভাবিক। মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার অপরিহার্য অংশ হচ্ছে চিকিৎসা কার্যক্রম চালু থাকা। সিনিয়র ডাক্তারদের সাথে তারা শিখবে। ছাত্রদের এই যুক্তিসঙ্গত দাবী পুরনের কোন ব্যবস্থা গ্রহণ না করে সেনাবাহিনী ডেকে এনে