সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ চার জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন, মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার, মোন্তাসির আহমেদ মাসুম।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই দুপুর ২টায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে।