হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : “কীটনাশকে না বলি, জৈব কৃষি চর্চা করি “এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে আন্তর্জাতিক কীটনাশক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপি অনুষ্ঠানে জেলা গ্রীণ কোয়ালিশন এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। আরো বক্তব্য রাখেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া, কৃষকবন্ধু মো. শহর আলী, কৃষক ভূট্টো মিয়া, কৃষাণী কমলা বেগম প্রমুখ।

বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে তথ্যবহুল কথা বলেন। তারা বলেন কীটনাশক বিশেষত নিষিদ্ধ কীটনাশক ব্যাবহার ও ভুল পদ্ধতি প্রয়োগ করে অনেক কৃষক রোগাক্রান্তসহ মৃত্যুর কাছে হেরে যাচ্ছে। এছাড়াও গবাদিপশুসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে জৈব কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে বলে জানান তারা।

প্রতিবন্ধী দিবস

পঞ্চগড় সংবাদদাতা: “প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালযের চত্বর ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জে পালন করা হলো ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে গত বুধবার সকালে উপজেলার সুবর্ণ নাগরিক, উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান।

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে কবি কাজী কাদের নওয়াজের বাসভবনের সামনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম, শহিদুল মোল্যা, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, সহ-সাধারণ সম্পাদক মোছাঃ. সাথী খাতুন, সদস্য চিন্ময় শিকদারসহ অন্যরা।