বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিথর গাজীপুর মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারী জেলার জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং মোঃ আলি সরকার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, গণতন্ত্রের সংগ্রামে যারা অতীতে নিবেদিত ছিলেন, তাদের ফেরানো হয়েছে ঐক্যের স্বার্থে। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, এখানে সংশোধনের সুযোগ সবসময় খোলা। রাকিবুল উদ্দিন পাপ্পু দীর্ঘদিন গাজীপুরে দলের জন্য কাজ করেছেন, তাঁর ফেরায় মহানগর বিএনপিতে নতুন উদ্দীপনা তৈরি হবে।
তিনি আরও বলেন, আমরা এখন ঐক্যবদ্ধ, আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সাথে নিয়ে মাঠে থাকব। দল তার সক্ষমতা ও ঐক্য দিয়ে আবারও প্রমাণ করবে—বিএনপি দেশের গণমানুষের দল।
কাজী সাইয়েদুল আলম বাবুল বর্তমানে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এবং তিনি জানান যে এই সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।