রাবি রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার পক্ষ থেকে জামায়াতের উদ্যোগে প্রকাশিত ‘জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর সালেহ হাসান নকীবকে উপহার হিসেবে প্রদান করা হয়।

গত মঙ্গলবার ভিসি’র কার্যালয়ে শহীদের জীবনালেখ্য নিয়ে রচিত ১০ খন্ডের এই স্মারক গ্রন্থ ভিসির হাতে তুলে দেন মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকার প্রমুখ। ভিসি এধরণের কাজের প্রশংসা করেন এবং তাঁকে উপহার দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।