গত ১৩ জুলাই স্মারক নম্বর: ৮০,০০,০০০০,২০২,৬৪.০২১, ২৪ (অংশ)-৬৩ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান হয় যে, googleform এর মাধ্যমে যারা তথ্যাদি দাখিল করেছেন, তাদের দাখিলকৃত সংরক্ষিত তথ্যাদি নি¤েœর লিংক থেকে দেখা যাবে:
https://docs.google.com/spreadsheets/d/1kRRmHW56leMxgeBmyj9UrWcKpViFiib4ihCalJTizd c/edit?usp=sharing
সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন থাকায় https://forms.gle/XDRX2YoBoAhUpxTB8 googleform এখনও তথ্যাদি দাখিলের জন্য খোলা রাখা হয়েছে। ৪৪তম বি.সি.এস, এ ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১,৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮,২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাদের মধ্যে যারা এখনো googleform পূরণ করেননি, তাদেরকে উল্লিখিত googleform টি আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।