DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

উলিপুরে মৌমাছির হুলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। ইউনুস আলী ওই এলাকার নেছার শেখের ছেলে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির হুলে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। ইউনুস আলী ওই এলাকার নেছার শেখের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া।

জানা গেছে, সোমবার সকালে ইউনুস আলী ঘুম থেকে উঠে বাড়ির পাশে রসুনের জমিতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানাঘেষে শিমুল গাছের ডালে মৌচাক ছিলো। হঠাৎ একটি পাখির হানায় চাক ভেঙে একঝাক মৌমাছি তার শরীরে পড়ে মৌমাছির আক্রমণে শিকার হন তিনি। মৌমাছির আক্রমণ থেকে রক্ষা পেতে পাশেই পুকুরের পানিতে লাফিয়ে পড়েন তিনি। এ সময় মৌমাছির অনাবরত হুলে তিনি গুরুত্বর অসুস্থ’ হয়ে পড়েন। পড়ে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে ওই ইউনিয়নের আনন্দ বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, সোমবার সকালে জমিতে কাজ করতে বড় ভাই মৌমাছির কামড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।