রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খড়বোনা এলাকায় আওয়ামী লীগ কর্মীকে গুলী ও কুপিয়ে করে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়।
গুলীবিদ্ধ রবিউল ইসলামকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম আজিজুল হক। রবিউল মতিহার থানা এলাকায় ভাড়া থাকেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরএমপি’র অতিরিক্ত কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, আহত রবির বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।