মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদের স্ত্রী সেলিমা রশিদ সালমা (৪৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে প্যারালাইজড অবস্থায় গত চার বছর ধরে শয্যাশায়ী ছিলেন। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া কাছারিঘাটস্থ মাতবর বাড়ির ভাড়া বাড়িতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় খুলনার আদদ্বীন হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হারুন অর রশিদ ইন্তিকাল করেন। মরহুম সাংবাদিক হারুন অর রশিদ ও মরহুমা সেলিমা রশিদ সালমার একমাত্র মেয়ে হুমায়রা বিনতে হারুন খুলনার সরকারি পাইওনিয়ার কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলে সানি সাদমান অয়ন টুতে পড়ে। জন্ম প্রতিবন্ধী সাদমান অসময়ে পিতা-মাতাকে হারালেও তার নেই কোন অনুভূতি। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আর কলেজ পড়ুয়া হ্যাপী বাকরুদ্ধ। কিভাবে ভাড়া বাড়িতে থাকবে তারা! প্রতিবন্ধী ভাইকে নিয়ে কিভাবে চালাবে পরিবার! পড়াশোনার কি হবে! এ যেন এক অজানা গন্তব্যে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মিলকি দেয়াড়া জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সোহেল রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমার কফিন গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটায় নিয়ে যাওয়া হয়। এখানে দ্বিতীয়বার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী হারুন অর রশীদের কবরের পাশে দাফন করা হয়।

এদিকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশিদের স্ত্রীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।