শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে ৩টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শরীফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তিনি গণভোটের গুরুত্ব ও এর আইনগত দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, গণভোট চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি নাগরিকদের আইন মেনে চলা এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে। এজন্য গণভোটের বিষয়ে সঠিক তথ্য জানা এবং অন্যদের অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন জনগণের দোরগোড়ায় গণভোট সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।