গাইবান্ধা সংবাদদাতা : পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে সোলিং করা একটি রাস্তা থেকে রাতের আঁধারে প্রায় ১০ হাজার ইট লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে রাইগ্রামের মোকছেদ আলীর বাড়ি থেকে শামসুলের বাড়ি হয়ে চালিতাদহ নজরুলের বাড়ি পর্যন্ত সোলিং নির্মাণকাজ সম্প্রতি সম্পন্ন হয়। তবে ওই রাস্তা পাকাকরণের নতুন অনুমোদন পাওয়ার পরই শুরু হয় সোলিংয়ের ইট তুলে নেওয়ার মহোৎসব। এলাকাবাসীর অভিযোগ চিহ্নিত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সংগঠিতভাবে রাস্তার ইট উচ্ছেদ করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।
স্থানীয়রা জানান, মাত্র ছয় মাস আগে নির্মিত রাস্তার বিভিন্ন স্থানে হঠাৎ করেই ইট উধাও হতে দেখা যাচ্ছে। গভীর রাতে কিংবা কখনো দিনের আলোতেও সংঘবদ্ধভাবে লোকজন ভ্যানগাড়ি নিয়ে এসে ইট তুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রকাশ্য অভিযোগ উঠছে।
এক নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা বলেন, “এ যেন প্রকাশ্য ডাকাতি। রাস্তাটা নতুনই হলো, এখন পাকা হবে জেনে পরিকল্পিতভাবে ইটগুলো তুলে নিচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পুরো রাস্তার ইটই উধাও হয়ে যাবে।”