বটিয়াঘাটা উপজেলা সংবাদদাতা : রোববার বটিয়াঘাটা সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত প্রার্থীগণ তাদের ব্যানার ফেস্টুন নিজ উদ্যোগে সরিয়ে নেননি। তাদের ব্যানার ফেস্টুন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করেন খুলনা ১ বটিয়াঘাটায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব সাত ঈল ইভান। যে সমস্ত এলাকা হতে ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে।

১. গল্লামারী ব্রীজ হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ২. জিরো পয়েন্ট এলাকায় টাঙ্গানো প্রচারণা সামগ্রী। ৩. জিরো পয়েন্ট হতে যশোর রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ৪. জিরো পয়েন্ট হতে কৈয়া বাজার পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী।

আগামীকাল যেসব এলাকার প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে: ১. জিরো পয়েন্ট হয়ে রূপসা সেতু রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ২. গল্লামারী হতে সাচিবুনিয়া পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণাসামগ্রী। ৩. সাচিবুনিয়া হতে পানখালী ফেরীঘাট পর্যন্ত রাস্তার দুইধারের প্রচারণা সামগ্রী। ৪. বটিয়াঘাটা উপজেলা সদর বাজার এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় টাঙ্গানো প্রচারণাসামগ্রী।